মুলাদীতে সাড়ে চার লাখ টাকার সিগারেট চুরি
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের মুলাদী উপজেলার সোনামদ্দিন বন্দরে একটি দোকান থেকে সাড়ে চার লাখ টাকার সিগারেট, ৮০ হাজার টাকা মোবাইল রিচার্জ কার্ড এবং নগদ ৮৪ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে সোনামদ্দিন বন্দরের রিয়াজ স্টোরে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সদস্যরা।
দোকান মালিক রিয়াজ হোসেন বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। শুক্রবার সকালে দোকানে এসে দেখেন ক্যাশবক্স ভাঙা এবং মালামাল তছনছ অবস্থায় পড়ে আছে। তিনি দোকানের চালার কিছু অংশ কাটা দেখতে পান।তিনি বলেন, দুর্বৃত্তরা তার দোকান থেকে সাড়ে চার লাখ টাকা মূল্যের সিগারেট, ৮০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড এবং নগদ ৮৪ হাজার টাকা নিয়ে গেছে। এলাকার চোরচক্র এই চুরির সঙ্গে জড়িত বলে তার ধারণা।
বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, ব্যবসায়ীদের কথা বলে জানা গেছে বন্দরে কোনো নৈশপ্রহরী নেই। এলকাটিও অনেক দুর্গম। এ সুযোগে চোররা চুরি করেছে।তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।