বরগুনায় সমান ভোট পাওয়া ইউনিয়নে ফের নির্বাচনে জিতলো নৌকা
জাল ভোট দেওয়ার অভিযোগে পাঁচ জন আটক
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বুধবার (২৪ নভেম্বর) ফের ভোটগ্রহণ হয়েছে। ভোটে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিটার্নিং কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম এ ইউনিয়নের ভোটের ফলাফল ঘোষণা করেন। এম বালিয়াতলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৮৭১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৫১২ জন এবং ১১ হাজার ৩৫৯ জন পুরুষ ভোটার।
নাজমুল ইসলাম নাসির আট হাজার ৩৪৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল আনারস প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৬৫৩ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক হাজার ৭০৬ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থী জয়লাভ করেছেন।দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে চেয়ারম্যান প্রার্থী নাসির নৌকা প্রতীকে ও এম এ বারী বাদল আনারস প্রতীকে সমান পাঁচ ৭০০ ভোট পান। ফলে ফলাফল অমীমাংসিত ঘোষণা করে নির্বাচন কমিশন।সমভোট পাওয়ায় গত ১৯ নভেম্বর নির্বাচন কমিশন এ ইউনিয়নে পুনঃভোটের তারিখ ঘোষণা করে। এতে শুধুমাত্র নৌকা ও আনারস প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থী অংশগ্রহণ করেন।
বুধবার সকাল ৮টায় ৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কোনও ধরনের সহিংসতা ছাড়াই ৪টায় শেষ হয়। বেলা ১১টার দিকে ডিএন কলেজ কেন্দ্রে ভুয়া এজেন্ট শনাক্ত করে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সিটি স্কুল ও পরীরখাল কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে পাঁচ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রিটানিং কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম বলেন, ‘আমরা সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে কোনও সহিংসতা ছাড়াই পুনঃভোট সম্পন্নে সমর্থ হয়েছি। এটা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে।’