বরিশালে তিনদিনের যাত্রা উৎসব উদ্বোধন

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  03:59 AM, 25 November 2021

নিজস্ব প্রতিবেদকঃ বহুল আলোচিত গ্রামীণ যাত্রাপালা ‘গুনাইবিবি’কে পুনরায় দর্শকদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করলেন বরিশালের আদি রূপাঞ্জলী অপেরা। জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ২৩ নভেম্বর রাতে তিন দিনের যাত্রা প্রদর্শনীর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন হায়দার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের তত্ত্বাবধানে নতুন যাত্রাপালা নির্মাণ এবং মঞ্চায়ন কর্মসূচির আওতায় ২৪ ও ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।২৪ নভেম্বর দক্ষিণবঙ্গ নাট্য সংস্থা প্রদর্শন করবে আলোমতি ও প্রেমকুমার এবং ২৫ নভেম্বর মুক্তির শিহরণ পরিবেশন করবে শিবশক্তি নাট্য সংস্থা।

আপনার মতামত লিখুন :