বরিশালে জালিয়াতি মামলায় ৩ ভাইকে কারাদণ্ড

বরিশালে জালিয়াতি মামলায় ৩ ভাইকে কারাদণ্ড
জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় ৩ ভাইকে ৬ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (২৩ নভেম্বর) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিবুল হাসান এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার আড়াইবেকী এলাকার মৃত আজিজ হাওলাদারের ছেলে আশরাফ আলী, মজিদ হাওলাদার ও মোঃ ফরিদুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, বাদীর পৈত্রিক সম্পত্তির ২২ শতাংশ জমি আসামীরা ২৭ শতাংশ দাবি করে একটি জাল দলিল তৈরি করেন। জাল দলিল মূলে ঐ জমি দখলের চেষ্টা চালান। বাদি বাধা দিলে খুন জখমের ভয়ভীতি দেখান। পরে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর বাদী মূল দলিলের সহি মোহর নকল উত্তোলন করে দেখেন আসামী পক্ষের দলিল জালিয়াতি মাধ্যমে তৈরি করা।
এ ঘটনায় একই এলাকার মোফাজ্জেল হাওলাদার বাদী হয়ে ঐ বছর ১৪ অক্টোবর মামলা দায়ের করেন। মামলাটি ডিবির এসআই মিজানুর রহমান তদন্ত করে আসামীদের অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। পরে বাদী অসুস্থ হয়ে পড়লে বাদীর ছেলে আইনজীবী সহকারী সোহাগ হাওলাদার মামলাটি পরিচালনা করার জন্য আদালতে দরখাস্ত করেন। মঙ্গলবার তিন জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামী আশ্রাব আলী ও মোঃ ফরিদুল ইসলামকে ৪৬৭ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাদান করেন।
৪৭১ ধারায় ঐ দুই আসামীকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাদান করেন। অপর আসামী মজিদ হাওলাদারকে ৪৬৭ ও ৪৭১ ধারায় ৬ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত