বরিশালে গ্রামীন ফোনের র্যালী

নিজস্ব প্রতিবেদকঃ গ্রামীণফোন নিয়ে এলো একই দামে আরও বেশি জিবি এই প্রতিপাদ্য নিয়ে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন কতৃপক্ষ বরিশাল নগরীতে জাকজমকপূর্ণ এক বিশাল র্যালী বের করেন।এখন থেকে গ্রামীণফোন গ্রাহকেরা নির্দিষ্ট কিছু প্যাকেজে অল্প খরচে আগের থেকে অনেক বেশি ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন।
গতকাল মঙ্গলবার নগরীর গোড়াচাঁদ দাস রোর্ড ডিসট্রিবউটর কার্যলয় কেক কাটা ও বেলুন উড়ানোর মধ্যে দিয়ে এক বিশাল র্যালী বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদর্শন করেন।উক্ত র্যালী ও অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীনফোনের বরিশাল রিজওনাল হেড নুরুজ্জামান খান, এরিয়া ম্যানেজার ইমরুল হাসান , আবু জাফর মোহাম্মদ সালেহ, মো: শামীম আব্বাস, সাবিহা ইসলাম ঐশী, মোঃ সাইদুল ইসলাম , মোঃ মাইদুল ইসলাম ,ডিসট্রিবউটর পরিচালক ও দৈনিক কলমের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক একরামুল হুদা বাপ্পী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।