ভোলায় ৮ কোটি টাকা মূল্যের বিদেশি চোরাই শাড়িসহ আটক-৫

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  02:18 AM, 24 November 2021

ভোলা প্রতিনিধিঃ ভোলায় ৮ কোটি টাকা মূল্যের বিদেশি চোরাই শাড়িসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন।গত ২১নভেম্বর রোববার সদর উপজেলার তুলাতলি লঞ্চঘাটে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জানান, চোরাকারবারিরা সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি বাংলাদেশে নিয়ে এসেছে।

এমন সংবাদের ভিত্তিতে রোববার সদর উপজেলার ইলিশা তুলাতলি লঞ্চঘাটে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে একটি বাল্কহেড থেকে বিদেশি ১৫ হাজার ৩৬৭ পিস শাড়ি, ১ হাজার ২২ পিস থ্রী পিচ, ৯শ ৪৫ পিস লেহেঙ্গা, ৫ হাজার ৭৯২ পিস শাল ও ১৪শ পিস ওড়না জব্দ করা হয়। এসময় চোরাকারবারি মো. নুর ইসলাম (৩৬), আসাদুজ্জামান (৩৮), রফিকুল ইসলাম (৩০), শহীদ শেখ (৪০) ও মো. লিটনকে (৩৬) আটক করা হয়।এদের মধ্যে নুর ইসলাম, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম ও শহীদ শেখের বাড়ি বাঘের হাট জেলায় এবং লিটনের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়।খন্দকার মুনিফ তকি আরও জানিয়েছেন, আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে জব্দকৃত শাড়ী বাল্কহেডসহ চোরাকারবারিদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :