বরিশালের ব্যাস্ততম সড়কে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে ভোগান্তিতে নগরবাসী!

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  02:05 AM, 24 November 2021

নিজস্ব প্রতিবেদকঃ ফুটপাত দখল করে ভ্র্যাম্যমাণ ব্যবসা এবং যত্রতত্র পার্কিং এর ফলে বরিশাল নগরীতে বাড়ছে যানজট আর এর ফলে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। নগরীর ব্যস্ততম সদর রোড, গীর্জা মহল্লা, চকবাজারসহ অধিকাংশ এলাকার বাণিজ্যিক ভবনে পার্কিং ব্যবস্থা না থাকায় সড়কে পার্ক করা হয় যানবাহন। এর ফলে সৃষ্টি হয় যানজটের। অন্যদিকে ভ্রাম্যমাণ দোকানিদের উৎপাতে দখল হয়ে গেছে ফুটপাতগুলো। মঙ্গলবার নগরীর সদর রোড, গীর্জা মহল্লা, বগুড়া রোড, হাসপাতাল রোড, বাজার রোড, পোর্ট রোড, লঞ্চঘাট এলাকা, রূপাতলী বাস স্টান্ড ও নতুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় সড়কগুলো ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও অবৈধ পার্কিং এর দখলে।

এর ফলে প্রায়ই যানজট দেখা গেছে সড়কগুলোতে। সড়কে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মাঝে মধ্যে ট্রাস্টের বিভাগের অভিযান দেখা গেলেও সিটি করপোরেশন এর পক্ষ থেকে কোন পদক্ষেপ দেখা যায়নি গত কয়েক মাসেও। ফলে নগরীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানজট। ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ভোগান্তি। মাঝে-মধ্যে ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশন থেকে নগরীতে অভিযান চালানো হলেও অভিযানকারী দল চলে যাওয়ার পরপরই ফের দখল হয়ে যায়। মিন্টু বিশ্বাস নামে এক নগরবাসী বলেন,‘ আগে রিক্সায় যেতে যেখানে যেতে সময় লাগতো ৫ মিনিট সেখানে এখন অনেক সময় ১০মিনিটও সময় লাগে। দিন দিন নগরীতে যানজট বেড়েই চলছে। ফুটপাতে যেখাবে ভ্রাম্যমান ব্যবসায়ী বাড়ছে আর অবৈধ পার্কিং বাড়ছে এতে করে ভবিষ্যতে নগরীর অবস্থা কি যে হবে বোঝা মুসকিল।’ গীর্জা মহল্লা এলাকায় সড়কে মোটরসাইকেল পার্কিং করা এক ব্যক্তি বলেন,‘কেনাকাটা করতে এক দোকানে এসেছি কিন্তু এখানে কোন পাকিং এর ব্যবস্থা নেই তাই বাধ্য হয়েই সড়কে মোটরসাইকেল রেখেছি।’ অন্যদিকে ফুটপাতে ব্যবসা পরিচালনাকারী একাধিক ব্যবসায়ী বলেন, ‘আমরা গরিব মানুষ।

আমরা ফুটপাতে ব্যবসা করে যা পাই তা দিয়েই সংসার চলে কোনমতে। আমাদের এখান থেকে উঠিয়ে দিলে আমরা কোথায় যাবো কি খাবে।’ সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন,‘ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করলে এরা আর ফুটপাতে বসবে না, এর ফলে নগরীতে যানজট অনেকটা কমে যাবে।’ এব্যপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত পিপিএম (বার) কে একাধিকবার রিং দিলেও তাকে পাওয়া যায় নি। বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু বলেন, ‘নগরীর সদর রোডটি শত বছরের পুরাতন। যার কারণে এখানে গাড়ি পার্কিংয়ের কিছু নেই। সবাই সড়কের উপর গাড়ি পার্কিং করছে। তবে আমাদের ভবন তৈরির প্লানে পার্কিং শর্ত হিসেবে দেয়া আছে। পাশাপাশি হকারদের কারণে নগরীতে যানজটের সৃষ্টি হচ্ছে।’

আপনার মতামত লিখুন :