রহমতপুরে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ডলির ব্যাপক গন-সংযোগ

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  03:16 AM, 23 November 2021

বাবুগঞ্জ প্রতিনিধি॥ ২৮ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থী বাবুগঞ্জ উপজেলা পত্রিকা এজেন্সির স্বাত্বাধীকারি সুলতান আহম্মেদ’র সহধর্মীনি ডালিয়া আক্তার ডলি নির্বাচনকে সামনে রেখে মাইক প্রতীক নিয়ে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনী এলাকার মানিককাঠী , দ্বারিকা, রামপট্টি, কৃষি কলেজ এলাকা, মহিষাদি , পশ্চিম রহমতপুরে ব্যপক গনসংযোগ করেন ডালিয়া আক্তার ডলি ও তার সমার্থকরা। সোমবার রামপট্টি , মহিষাদী ও মানিককাঠী এলাকায় মাইক প্রতীকের পক্ষে গনসংযোগ করেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ সাংবাদিকবৃন্দ।

এসময় সাধারন ভোটাররা মাইক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার ঘোষনা দেয়। ডালিয়া আক্তার ডলি বলেন, এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ে আমি নির্বাচনে এসেছি। আশা করি মাইক প্রতীকে ভোটাররা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দিবে।

আপনার মতামত লিখুন :