বরিশাল বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজির সাথে এনডিবিএ’র সৌজন্য সাক্ষাৎ

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  03:31 AM, 22 November 2021

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল ও রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এসোসিয়েশন বরিশালের সদস্যরা। সৌজন্য সাক্ষাৎ শেষে রবিবার দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাও অনুষ্ঠিত হয়েছে।বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল পেশাদার সাংবাদিকদের নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান এনডিবিএ’র সদস্যদের সংবাদ সংক্রান্ত বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এসোসিয়েশন বরিশালের উপদেষ্টা নাছিমুল আলম, সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, দপ্তর সম্পাদক খান রফিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম মিরাজ হোসাইন, প্রচার সম্পাদক শাহীন হাফিজ, কার্যনির্বাহী কমিটির সদস্য আযাদ আলাউদ্দিন, আরিফুর রহমান, আল মামুন, সুমন চৌধুরী, সাইদুর রহমান পান্থ, তন্ময় তপু প্রমুখ।

আপনার মতামত লিখুন :