সংবাদ প্রকাশের পর টিকা পাচ্ছে লালমোহনের সেই বেদেরা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  03:28 AM, 22 November 2021

ভোলা প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের পর করোনা টিকার আওতায় আসছে ভোলার লালমোহনের সেই বেদে পরিবারগুলো।রোববার (২১ নভেম্বর) সকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, তালিকা তৈরির পর স্পটে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে বেদেদের টিকা দেওয়া হবে। মঙ্গলবার (২৩ নভেম্বরে) তারা টিকা পাবেন।

ইউএনও আরও বলেন, গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা জানতে পেরেছি, বেদে সম্প্রদায়ের লোকজন টিকা পাননি। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারাই টিকা দেওয়ার ব্যবস্থা করবেন।

উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। প্রসঙ্গত, লালমোহন স্টেডিয়াম মাঠে কয়েক বছর ধরে বসবাস করছে কয়েকটি বেদে পরিবার। তৃণমূল পর্যায়ে টিকা কার্যক্রম চললেও এতদিন বেদেরা টিকা পাননি। এতে সংক্রমণ ঝুঁকিতে পড়েন তারা। এ নিয়ে ১৯ নভেম্বর (শুক্রবার) ‘কবে টিকা পাবেন লালমোহনের বেদেরা?’ গনমাধ্যমে শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

আপনার মতামত লিখুন :