বরগুনায় বড়শিতে ধরা পড়লো ১৩ কেজির গজার

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  11:47 PM, 19 November 2021

বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি গজার। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চেয়ারম্যান বাজার এলাকার একটি খালে মাছটি ধরা পড়ে।মাছের মালিক কামাল হোসেন জানান, চাকরির কারণে সপ্তাহের পাঁচদিন ব্যস্ত থাকতে হয়। বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত মাছ ধরার চেষ্টা করি।

বৃহস্পতিবার সকালে বরগুনা বুড়িরচর ইউনিয়নের সোনাখালী এলাকায় যান।সকাল থেকে বড়শিতে কোনো মাছ না পাওয়ায় সন্ধ্যার পর চেয়ারম্যান বাজারে যান তিনি। সেখানের খালে ছিপ ফেললে রাত সাড়ে ১২টার দিকে বড়শিকে ১৩ কেজি ওজনের একটি গজার মাছ ধরা পরে।তিনি বলেন, এ প্রজাতির মাছ এখন আর দেখা যায়না। মাছটির বয়স প্রায় ৬০-৭০ বছর হবে।স্থানীয় মৎস্যজীবী সমিতির নেতা গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গজার মাছ খুব কম ধরা পড়ে। বাজারে এ মাছের বিক্রিও তেমন হয়না। তবে প্রচুর চাহিদা রয়েছে মাছটির।

আপনার মতামত লিখুন :