জমে উঠেছে বিসিক উদ্যোক্তা মেলা

নিজস্ব প্রতিবেদক ॥ বিসিক শিল্পনগরীর বালুর মাঠে চলমান উদ্যোক্তা মেলা জমে উঠেছে। গত ১০ নভেম্বর থেকে এ মেলা শুরু হয়েছে। উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন শিল্পকর্ম ও পণ্য সামগ্রী কম দামে কিনতে প্রতিদিন হাজারো দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে মেলা প্রাঙ্গণ। এছাড়া মেলার প্রবেশদ্বারে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণের জন্য রয়েছে ফ্রী মাক্স বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার। সকল শ্রেণী-পেশার দর্শনার্থীদের জন্য ফ্রি প্রবেশের ব্যবস্থা রয়েছে ।
মেলায় বিভিন্ন উদ্যোক্তাদের ৮০ টি ষ্টল রয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে জুতার দোকান, ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, শাড়ির দোকান, আচারের দোকান, বিভিন্ন তাঁত শিল্পের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, ক্রোকারিজ, মিস্টান্ন’র ষ্টল। মেলার নিরাপত্তার জন্য রয়েছে ১০ টির বেশি সিসি ক্যামেরা রয়েছে। এছাড়া শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষণিক প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। মেলার মূল আকর্ষণ হিসেবে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য জাম্পিং জোন, বল হাউজ, ট্রেন, নৌকা দোলনা, চড়ক বাজি, হানি সিং, সুপার চেয়ার, পানির ফোয়ারা, বেলুন সুট সহ আরো অনেক কিছু।
মেলায় ঘুরতে আসা এক দম্পতি বলেন করোনা মহামারী প্রকোপ কাটিয়ে দীর্ঘদিন পরে বরিশালে মেলা শুরু হওয়ায় মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে, এখানে দেখা ও কেনার মতো অনেক কিছু আছে, বিশেষ করে বাচ্চাদের বিনোদনের আয়োজনটি বেশি ভালো লেগেছে । সার্বিক বিষয় নিয়ে মেলা কর্তৃপক্ষ বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি মেলায় আসা সকল দর্শনার্থীদের স্বাস্থ্যসুরক্ষা, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, তাই সকলে স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসুন এবং নতুন নতুন উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করুন।