ঠোঁটের অপারেশন করিয়েছেন নুসরাত, কটাক্ষ ভক্তদের

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  08:31 AM, 17 November 2021

শীতের সকালে রোদ পোহানোয় ব্যস্ত অভিনেত্রী নুসরাত জাহান। হালকা মেকআপ লুকে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। চোখে কাজল-লাইনার। ঠোঁটে ন্যুড লিপস্টিক। এমন ছবি ইনস্টাগ্রামে শেয়ার মাত্রই লাইক-কমেন্টে মেতেছেন ভক্তরা।

ছবির নীতে যে শুধু পজেটিভ মন্তব্য আসছে তা কিন্তু নয়। নেতিবাচকও মন্তব্যও আসছে। অপারেশন করিয়ে ঠোট সুন্দর করানোয় কটাক্ষের শিকারও হয়েছেন মন্তব্যের বক্সে।

নুসরাতের ছবিতে একজন এসে লিখেছেন ‘ঠোঁটের অপারেশন করাও কেনো’ আরেকজনের মন্তব্য। তোমাকে সবসময়ই ভালো লাগে।

এসব ভালো মন্দের বিশেলেই চলছে নুসরাতের আজকালে যাপিত জীবন। তবে এসব নিয়েই খবরে থাকতে পছন্দ করেন নুসরাত। পাশাপাশি খবর বানিয়ে নিতেও যে তিনি পিছ পা হন না তা প্রমাণ মাঝে মাঝেই দেন।

এদিকে ‘ইশক এফএম’-এ সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে নুসরাত জাহানকে। ইশকের রেডিও শো-তে তিনি ইতিমধ্যেই মুখোমুখি বসেছেন ঋতাভরী, তনুশ্রী, মদন মিত্র, যশ দাশগুপ্তর মতো তারকারা। হিন্দিতে এই শো-র সঞ্চালনা করেন করিনা কাপুর খান।

চলতি বছরে একের পর এক কারণে বিতর্কে আছেন নুসরাত জাহান। কখনও যশ দাশগুপ্তের সাথে সম্পর্কের কারণে, কখনও ঈশানের পিতৃ পরিচয় নিয়ে, কখনও আবার ২ মাসের ছেলেকে ফেলে কাশ্মীরে যাওয়ার জন্য। তবে, সব বিতর্ক পিছনে ফেলে নিজের কাজে মন দিয়েছেন। চলছে নুসরাতের ‘জয়কালী কলকত্তেওয়ালি’র শুটিংয়ে। এদিকে জানা গেছে এনা সাহার প্রযোজনায় যশের সাথেও একটি ছবি করার কথা চলছে তার।

আপনার মতামত লিখুন :