বরিশাল আনজীবী সমিতির চেম্বারে আটকে রেখে মারধরের অভিযোগ

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  11:25 PM, 16 November 2021

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আরিফুর রহমানের বিরুদ্ধে আদালত চত্বরে বসে একজনকে মারধর করে ব্ল্যাংক স্ট্যাম্পে জোরপূর্বক সাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৬ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪ টা থেকে আদালত চত্বর আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন মিজানের চেম্বারে আলেকান্দা নিবাসী নাসির সিকদারকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ জানায় ভুক্তভোগীর শ্যালক হাওলাদার সোহেল। প্রত্যক্ষদর্শীরা ও মারাধরের শিকার হওয়া নাসিরের স্বজনরা জানায়, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়া সিকদার রুপাতলী এলাকায় একখণ্ড জমি বিক্রি করার প্রস্তাব করে। ওই জমি বিগত দিনে নাসির সিকদারের স্ত্রী লাইজু আক্তার মালিক ছিলো বলে যানাযায়। পরবর্তীতে লাইজু আক্তারগন জমিটি বিক্রি করেন জিয়া উদ্দিন শিকদারের কাছে।

এডভোকেট আরিফুর রহমান ৫০ লাখ টাকা দর নির্ধারণ করে ওই জমি কিনতে প্রায় ৩ বছর আগে বায়না চুক্তি দলিল রেজিস্ট্রির মাধ্যমে জিয়া উদ্দিন সিকদারকে ২০ লাখ টাকা নেয়। এডভোকেট আরিফুর রহমান বায়না চুক্তি শেষ করার পরে জানতে পারে ওই জমির কাগজ পত্রে ভেজাল আছে। তিনি তার দেয়া টাকা ফেরত চায়। এনিয়ে জিয়া সিকদার ও এডভোকেট আরিফুর রহমানের সাথে কয়েকবার দেন দরবার হয়। ১৬ নভেম্বর ব্যক্তিগত কাজে আইনী পরামর্শ নিতে নাসির সিকদার আদালতে যায়। এডভোকেট আরিফুর রহমান তাকে পেয়ে ২০ লাখ টাকা দাবি করে। নাসির সিকদার টাকা নেয়নি। তিনি বিষয়টি নিয়ে জিয়া সিকদারের সাথে সমাধান করার অনুরোধ জানায়। এডভোকেট আরিফুর রহমান তার কথায় কর্নপাত না করে আদালতের ভিতরে মূল ফটকের সামনে চত্বরে বসে টানা হেচড়া করে। আদালতে দায়িত্বরত পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণ করে। উভয়কে সমঝোতা করে নিতে বলে। এডভোকেট আরিফুর রহমান আদালত পুলিশকে জানায় নাসির সিকদার সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় জমি বিক্রিতে প্রতারণা করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় হাইকোর্টের ভুয়া জামিন নামা দাখিল করে তারা তালবাহানা করছে। তাকে থানা পুলিশে ধরিয়ে দেয়া হবে।

এজন্য থানায় ফোন করা হয়েছে। কিছুক্ষণ পরে পুলিশ আসবে। আদালত পুলিশ একথা জেনে আদালত চত্বরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পরামর্শ দেয়। এডভোকেট আরিফুর রহমান আদালত চত্বরের ভিতরে গিয়ে নাসির সিকদারকে এলোপাথাড়ি মারধর করে। প্রকাশ্যে মারধর করায় লোকজন ভিড় করে মারামারি থামিয়ে দেয়। এতে আদালত চত্বরে জটলার সৃষ্টি হয়। এসময় আদালতের ম্যাজিস্ট্রেট বের হয়ে জটলা দেখে সদর থানার জি আরও কে পরিস্থিতি স্বাভাবিক করতে নির্দেশ দেয়। জি আরও খোকন চন্দ্র সবাইকে সরিয়ে দিলে এডভোকেট আরিফুর রহমান ধৃত নাসির সিকদারকে নিয়ে আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন মিজানের চেম্বারে নিয়ে যায়। সেখানে নিয়ে নাসিরকে রশি দিয়ে বেধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। খুন জখমের হুমকি দিয়ে ৫ টি ব্লাংক স্ট্যাম্পে সাক্ষর ও টিপসহি নেয়। এদিকে খবর পেয়ে নাসির সিকদারকে উদ্ধার করতে তার আত্মীয় স্বজনরা ছুটে আসে। তারা এসে নাসিরের অবস্থা গুরুতর দেখে। এদিকে বারবার ফোন করা হলেও থানা পুলিশ বিকেলে থেকে রাত ৮ টা পর্যন্ত আদালতে পৌছায়নি। একপর্যায়ে নাসির সিকদারকে এডভোকেট আরিফুর রহমান ছেড়ে দেয়। ভুক্তভোগী নাসির সিকদার জানায় তাকে বে আইনী ভাবে মারধর করে ৫ টি ব্ল্যাংক স্ট্যাম্পে সাক্ষর ও টিপসহি নিয়েছে।

বিকেলে মারধর করার দৃশ্য আদালতের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও দেখলে প্রমাণ মিলবে। তিনি এ অভিযোগে মামলা দায়ের করবেন। এদিকে এডভোকেট আরিফুর রহমান জানায় নাসির সহ কয়েকজন তাকে জমি দেয়ার কথা বলে ২০ লাখ টাকা নিয়ে জালিয়াতি করেছে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তারা হাইকোর্ট এর ভুয়া জামিন নামা দাখিল করে পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। তাকে পুলিশে ধরিয়ে দেয়ার জন্য আটক করা হয়েছে। এলাকাবাসী সমঝোতার কথা বলে নাসিরকে ছাড়িয়ে নিয়েছে। আদালত চত্বরে আইনজীবীর মারামারির ঘটনায় বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, বিষয়টি আমি মুঠোফোনে শুনেছি। এডভোকেট আরিফুর রহমান কাজটি ঠিক করেনি। এ ব্যাপারে আইনগত ভাবে যা হওয়া দরকার তা প্রত্যাশা করি।

আপনার মতামত লিখুন :