প্রকাশ্যে ধুমপানে নিষেধ করায় অমৃত লাল দে কলেজ শিক্ষার্থীর উপর হামলা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  11:19 PM, 16 November 2021
বরিশাল

নিজস্ব প্রতিবেদক ॥ অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রধান ফটকে প্রকাশ্যে ধুমপান নিষেধ করায় সহপাঠি উপর হামলা হয়েছে। গত শনিবার এ ঘটনায় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান রাব্বি গুরুতর আহত হয়েছে। তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থী ও তার পরিবার সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে কলেজ প্রধান গেটে প্রকাশ্যে ধুমপান করে প্রথম বর্ষের বখাটে শিক্ষার্থী সাফিন।

তখন রাব্বি তাকে আড়ালে গিয়ে ধুমপানের পরামর্শ দেয়। এতে সাফিন ক্ষিপ্ত হয়ে তার বড় ভাই সাদকে খবর দেয়। সে ১৫/২০ জন নিয়ে এসে রাব্বিকে ধরে কলেজের দ্বিতীয় গেটে নিয়ে বেধরকভাবে মারধর করে। এতে সে রক্তাক্ত জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। তখন বখাটেরা রাব্বিকে হাসপাতালে ভর্তি করতে বলে চলে যায়। পরে অন্যান্য সহপার্টিরা তাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা নিয়ে রাব্বির পরিবার কলেজ অধ্যক্ষের সাথে যোগাযোগ করেছে। সে এ ঘটনায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আপনার মতামত লিখুন :