ববিতে গবেষনা ও সহশিক্ষা কার্যক্রমের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  11:17 PM, 16 November 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ^বিদ্যালয়ের (ববি) গবেষনা ও সহশিক্ষা কার্যক্রমের প্রস্তুতি এবং উন্নতি পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্বদ্যিালয়ের জীবনানন্দ দাস কনফারেন্সে এ কর্মশালা হয়। ববি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদন্ড। প্রতিযোগিতার এই বিশে^ উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটি বিশ^বিদ্যালয়কে শুধু একাডেমিক শিক্ষাই নয় পাশাপাশি গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের উপরও গুরত্বারোপ করতে হবে। অন্যথায় বিশ^ায়নের এ চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে। এক্ষেত্রে এধরনের প্রশিক্ষন কর্মশালা শিক্ষকদের মনোবল বৃদ্ধি ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

বরিশাল বিশ^বিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় রিসোর্চ পার্সন ছিলেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ইকিউএসির অতিরিক্ত পরিচালক ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন। দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষন কর্মশালায় বরিশাল বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির ১৮ জন সদস্য প্রশিক্ষন গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :