চ্যালেঞ্জ নিতে এবার নিষিদ্ধ পল্লীতে প্রভা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  10:01 AM, 16 November 2021

চ্যালেঞ্জ নিতে এবার নিষিদ্ধ পল্লীতে প্রভা

ব্যক্তিগত কারণে নানা আলোচনা-সমালোচনায় থাকলেও নিজের কাজ ঠিকই করে চলেছেন প্রখ্যাত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি ‘পারফর্মার’ নামে স্বল্পদৈর্ঘ্যের একটি ছবিতে অভিনয় করেছেন প্রভা।

prova

এক জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে ছবির গল্প এগিয়েছে। অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। একবার নিষিদ্ধ পল্লীতে শ্যুটিং করতে যান এই অভিনেত্রী। সেখানে মঞ্জুরী নামে এক পতিতার সঙ্গে তার পরিচয় হয়।

মঞ্জুরী ওই অভিনেত্রীকে চ্যালেঞ্জ করেন— বাস্তবে সে তার (মঞ্জুরীর) চরিত্রে অভিনয় করতে পারবে না। মঞ্জুরীর চ্যালেঞ্জ গ্রহণ করেন অভিনেত্রী। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ছবির গল্প।

Sadia Jahan Prova

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটি দেখানো হবে। এটি পরিচালনা করেছেন তাসমিয়াহ্ আফরিন মৌ।

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে অভিনেত্রীর চরিত্রটি রূপায়ন করেছেন প্রভা। মঞ্জুরীর চরিত্রে দেখা যাবে মৌটুসি বিশ্বাসকে

আপনার মতামত লিখুন :