প্রথমদিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৮৮২০ পরীক্ষার্থী

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  04:09 AM, 15 November 2021
????????????????????????????????????

অনলাইন ডেস্কঃ শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় সাড়ে ১১টায়। জানা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন (রোববার) ১৩ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এদিন ১২ জন শিক্ষার্থী ও দুই জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যমতে, ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থী ৮৮৪, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৯৪, রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৬৩, বরিশাল শিক্ষা বোর্ডে ১৭২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। অসদুপায় অবলম্বনের দায়ে ১ জন শিক্ষার্থী ও ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।সিলেট শিক্ষা বোর্ডে ১৪৮ জন অনুপস্থিত, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৫৯৭ জন ও ১ শিক্ষার্থী বহিষ্কার, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬০৭ জন অনুপস্থিত, ময়মনসিংহ বোর্ডে ৩১২ শিক্ষার্থী, যশোর শিক্ষা বোর্ডে ১৭১ জন অনুপস্থিত ছিলেন।মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাকেন্দ্রগুলোতে মোট ৯ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল ও ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৪২ হাজার ৭২৪ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩৭ হাজার ৩৪৬ জন।

মোট অনুপস্থিত ৫ হাজার ৩৭৮ পরীক্ষার্থী।এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।অন্যদিকে বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের বাইরে ৯টি কেন্দ্র হলো- জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স।

আপনার মতামত লিখুন :