আরিফিন মোল্লার উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার ১নং কড়াপুর -রায়পাশা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহম্মদ শাহরিয়ার বাবু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ- কমিটির সাবেক সদস্য আরিফিন মোল্লার উদ্যোগে দোয়া ও মোনাজাতেরে আয়োজন করা হয়েছে। গতকাল ১৪ নভেম্বর রবিবার যোহরবাদ আওয়ামীলীগ নেতা আরিফিন মোল্লার নিজ বাস ভবনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় ১নং কড়াপুর রায়পাশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ শাহরিয়ার বাবু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য ও শিল্পপতি আরিফিন মোল্লা, বরিশাল আলফা-মাহিন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দুলাল সহ রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।