তৃতীয় ধাপের নির্বাচন: বাবুগঞ্জে হেবিওয়েট চেয়ারম্যান প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীতা

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন রহমতপুরে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন অফিস। চেয়ারম্যান পদে মোট ৫জনকে আনুষ্ঠানিক ভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।ইউনিয়নটিতে আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রার্থীতা করছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মাদ আক্তার উজ জামান মিলন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে প্রার্থীতা করছেন মো.শাহিন হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীকে প্রার্থীতা করছেন বর্তমান চেয়ারম্যান মো.সরোয়ার মাহমুদ,
স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীকে প্রার্থীতা করছেন সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।প্রতীক বরাদ্ধের পর থেকেই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনায় নেমেছেন। ইউনিয়নের অলিগলি ইতিমধ্যে পোষ্টার-ব্যানারে ছেয়ে যাচ্ছে। কেউ কেউ মাইকিং ও ডিজিটাল সাউন্ড সিস্টেম এর মাধ্যমে প্রচারনা চালিয়ে যাচ্ছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই নির্বাচনী অফিস খুলে বসছে প্রার্থীদের কর্মী সমার্থকরা। বিকাল থেকে অফিস গুলোতে পাশর্^বতী ইউনিয়ন ও উপজেলার লোকজন ভির করছে।
সাধারণ জনগনের মতে এবারে নির্বাচন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। ৫জন প্রার্থীর সবাই প্রাচার প্রচারনায় কার্পণ্য করছে না।এখানে বেশ কয়েকজন হেবিওয়েট প্রার্থী থাকায় প্রতিযোগীতা পূর্ণ নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, ইউনিয়নটিতে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে। চেয়ারম্যান প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারনায় নেমেছে। আশা করি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল প্রার্থী আমাদের কাছে সমান তাই লেভেল প্লেয়িং ফ্লিড বজায় থাকবে। নির্বাচন আচারণ বিধি মেনে প্রার্থীদের প্রাচরনা করার আহব্বান জানান তিনি।