পুলিশ প্রহরায় বরগুনায় সতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
বরগুনা প্রতিনিধিঃ পুলিশ প্রহরায় বরগুনা প্রেসক্লাবে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নে আনারস প্রতীকের সতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের সাথে আনারশ প্রতীক নিয়ে সমান সংখ্যক ভোট পেয়েছেন।সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রথমে গননায় তার ভোট বেশি ছিলো।
পরিকল্পিতভাবে নৌকার ভোট তার চাইতে কয়েকশ কম থাকার পরে পলিং অফিসারদের সহযোগিতায় নৌকার ব্যালটের সাথে তার আনারসের ব্যালট যুক্ত করে গননা করা হয়।ভোট পুনরায় গননা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।তাই তিনি পুনরায় ভোট গননার দাবী জানিয়েছেন।এ ছাড়াও তিনি অভিযোগ করেন নিবাচনে নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসির বেপরোয়া আচরণ করছেন। ইউনিয়নকে একটি ভিতিকর এলাকায় পরিনত করেছেন।
নির্বাচনের আগের রাতে তার বাড়ির পাশের কেন্দ্রে বোমা ফাটিয়েছেন। ভোটের ফলাফল ঘোষণার সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে তার কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। ভোট পুনরায় গননার আবেদন নিয়ে প্রয়োজনে তিনি উচ্চ আদালতেও যেতে পারেন বলে জানান তিনি।সংবাদ সম্মেলনের সময় সদর থানার পরিদর্শক তদন্ত শহিদুল ইসলাম সহ দশ পনেরজন পুলিশ সদস্য প্রেসক্লাবের উপরে এবং সামনের রাস্তায় অবস্থান নেয়। পরে পুলিশের প্রহরায় তিনি বের হয়ে যান।