বরিশালে রামদার কোপে মসজিদের ইমামের কব্জি বিচ্ছিন্ন

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  03:38 AM, 13 November 2021

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইয়াকুব আলীর (৪৫) ওপর রামদা দিয়ে এক ব্যক্তি হামলা চালিয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় ইয়াকুব আলীর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

হামলাকারীর নাম বাবলু মাঝি (২৫)। ঘটনার পরপরই ধারালো রামদাসহ তাকে গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, সন্ধ্যায় ইমাম মো. ইয়াকুব আলী পশ্চিম ইসলামপুর জামে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাবুল মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়।

হামলায় ইমামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতেরও দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ইমামকে উদ্ধার করে রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইমাম মাওলানা ইয়াকুব আলী ও হামলাকারী বাবলু মাঝি পাশাপাশি গ্রামের বাসিন্দা। পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন :