চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  09:02 AM, 12 November 2021

রাজবাড়ী সদরের বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।

জানা যায়, রাত বারোটার দিকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করা হয়। আশপাশের লোকজন ৫ রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেয়া হয়, এরপর আরও জরুরি চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মানিকগঞ্জ পৌঁছালে তিনি মারা যান।

স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা লতিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলাবহিনীর সদস্যরা গিয়ে প্রাথমিক নমুনা পর্যবেক্ষণ করছেন।

পুলিশ জানিয়েছে, দায়ীদের দ্রুতই গ্রেফতার করার চেষ্টা করছেন তারা।

১০ নভেম্বর এই এলাকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে নিহত আব্দুল লতিফ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ছাড়াও দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও কয়েকজন।

স্থানীয়রা অনুমান করছেন, আসন্ন নির্বাচন নিয়েই ঘটে থাকতে পারে এই সহিংসতা। তবে এখনও নিশ্চিত করে কেউ বলতে পারেনি, ঠিক কী কারণে লতিফকে হত্যা করা হয়েছে। ইভ

আপনার মতামত লিখুন :