বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে বরিশালে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের কারণে আজ বৃহস্পতিবার সকালে সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বরিশাল জেলা ও মহানগর যুবলীগ।
আগামীকাল ১৩ নভেম্বর বৃহত্তর পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ সকাল সাড়ে ৯টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা যুবলীগ।
পরে মহানগর যুবলীগের নেতাকর্মীরা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরীর ৩০টি ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা পর্যায়ক্রমে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নসহ জেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ কারণে সংক্ষিপ্ত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে যুবলীগ। আগামীকাল ১৩ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে তারা।