এদেশ সম্প্রীতির দেশ: ধর্ম প্রতিমন্ত্রী

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  03:30 AM, 11 November 2021

নিজস্ব প্রতিবেদকঃ কাঠালিয়া হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন ধর্মালম্বী, ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আন্তঃ ধর্মীয় সংলাপে প্রধান অতিথি বক্তব্যে রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ।ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, এদেশ সম্প্রীতির দেশ। সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের নাগরিক সম অধিকার নিয়ে বসবাস করবে।

কাউখালী উপজেলা প্রশাসন ও কাঠালিয়া পিজিএস বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বুধবার বিকেলে কাঠালিয়া হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন ধর্মালম্বী, ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আন্তঃ ধর্মীয় সংলাপে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন ।লেঃ কর্নেল (অবঃ) নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মুমিন হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, এ,কে,এম আব্দুস শহীদ প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা,

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তালুকদার পল্টন, ওসি মো. বনি আমিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাদী রেবেকা চৈতী, উপজেলা হিন্দু, বৈদ্য খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট পরিতোষ সমদ্দার, অধ্যক্ষ মাওলানার আব্দুল মতিন প্রমূখ ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মৃদুল আহম্মেদ সুমন।

আপনার মতামত লিখুন :