ভোলায় ঘুষ ছাড়াই পুলিশ হলেন ৩১ জন
নিয়োগে স্বচ্ছতা
ভোলা প্রতিনিধিঃ ভোলায় পুলিশ কনস্টেবল পদে ৩১ জন নিয়োগ পেয়েছেন। সোমবার দিবাগত রাত ১২ টায় ভোলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্তদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।এ সময় তিনি জানান, ভোলা জেলায় ৬ জন নারীসহ মোট ৩৭ জনের বিপরীতে পুলিশ হেডকোয়াটার্স থেকে প্রাথমিকভাবে এক হাজার ৪৪৫ জন প্রার্থীর আবেদন গৃহীত হয়।প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই-বাছাই শেষে ৪১১ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হয়।সবশেষে ৩৭ জন প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। লিখিত এবং মৌখিক পরীক্ষায় মোট ৬০ নম্বরের মধ্যে ৫১.৩৩ পেয়ে প্রথম হয়েছেন ফাতেমা আক্তার।তিনি আরও বলেন,এবারের নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে মেধা ও যোগ্যতাভিত্তিক এ নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রার্থীরা বেশ কয়েকটি ধাপ পেরিয়ে যোগ্যতা প্রমাণ করে চূড়ান্ত তালিকায় আসতে পেরেছেন।তিনি বলেন, দালালরা যাতে প্রার্থীদের প্রতারিত করতে না পারে সেজন্য গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে কাজ করেছে।