বরিশালে অসহায় মানুষের মাঝে ৫ লাখ ৭২ হাজার টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২১২ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৫ লাখ ৭২ হাজার টাকার চেক বিতরণ। ৯ নভেম্বর সকাল ১১ টার জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মঞ্জুরীকৃত অনুদানের ২১২ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৫ লাখ ৭২ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরও অনেক উপস্থিত ছিলেন।শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২১২ জন দুঃস্থ অসহায় মানুষের মাঝে ৫ লক্ষ ৭২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।