বিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে এ সভার সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।সভার শুরুতেই অক্টোবর মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করে
সভাপতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।সহকারী পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপঃ নাসরিন জাহান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হেডকোয়ার্টার্স প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস্ মােহাম্মদ এনামুল হক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডঃ এইচ.এম সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মাে. জুলফিকার আলী হায়দার,
উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপঃ এন্ড প্রসিকিউশন মাে. মােকতার হােসেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. মনজুর রহমানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।