চাঁদপুরায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে জনতার প্রার্থীর সংবাদ সম্মেলন

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  02:12 AM, 10 November 2021

স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ যাতে বজায় থাকে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী মোঃ জাহিদ হোসেন। মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেলে সাহেবেরহাট বাজার পার্শবর্তী তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবির কথা তুলে ধরেন। এসময় তিনি বলেন, ইতিমধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বহিরাগতদের আনাগোনা বেড়েছে। নির্বাচনের সময় যতো ঘনিয়ে আসছে ততোই পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে।

তিনি বলেন, আমার এখানে নৌকা প্রতীকের প্রার্থী রয়েছেন হেলাল উদ্দিন খান, তিনি ইতোমধ্যে আমার বিরুদ্ধে নানান প্রবাকান্ডা ছড়িয়ে বেরাচ্ছেন।আমি নির্বাচন করতে পারবো না এমন কথা তার লোকজন ভোটারদের কাছে বলে বেড়াচ্ছেন, আমাকে নির্বাচনের আগের রাতে গ্রেফতার করা হবে এমন কথাও বলা হচ্ছে।তিনি বলেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারেন সে লক্ষ্যে ভয়ভীতি ও দেখাচ্ছেন। আমরা শুনতে পাচ্ছি বহিরাগত কিছু লোক নির্বাচনী এলাকায় আনা হচ্ছে। ভোটের দিন তারা কেন্দ্র দখল করে ব্যালট ছিনিয়ে নিবে।এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টদের মৌখিকভাবে জানানো হচ্ছে।

আমি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা-উপজেলা ও পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাই, আপনারা এমন ব্যবস্থা করুন যাতে নির্বাচনের দিন সুষ্ঠুভাবে কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দিতে পারে। তিনি বলেন, চাঁদপুরা ইউনিয়নবাসী যেভাবে সারা দিয়েছে, তাতে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আমি আনারস প্রতীক নিয়ে অবশ্যই বিজয়ী হবো।এটা আমি দৃঢ় চিত্তে বলতে পারি। জনগনের ভোটকে ছিনিয়ে নেয়ার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা চলছে. বিভিন্ন রকমের অরাজগতার মাধ্যমে কেন্দ্রে গণ্ডগোল করার পায়তারা করছে। পূর্ব চাঁদপুরা সিনিয়র ফাজিল মাদ্রাসা, মৌলুভীরহাট সরকারি প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়, খোন্তাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর হিজলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলো নিয়ে শঙ্কা রয়েছে।

তিনি বলেন, আজ মিছিল মিটিং সবই প্রায় বন্ধ থাকলেও নৌকা প্রতীকের প্রার্থী মোটরসাইকেল মহড়া দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। অথচ আমি আচরণ বিধি মেনে সবকিছু পরিচালনা করছি।আমি চাই নির্বাচন সুষ্ঠু হোক, নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে যে বাধা অন্তরায় রয়েছে, সেগুলো প্রশাসনের কর্মকর্তারা যেন নজরে নেন।সংবাদ সম্মেলনে ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, সাধারণ সম্পাদক আলম খান, সরোয়ার হোসেন, চাচা আলাউদ্দিন মৃধা,ফেরদাউস, অরুন প্রমুখ।

আপনার মতামত লিখুন :