বরিশালের ১২ ইউপি ভোটে লড়ছেন ৫৭৫ প্রার্থী
অনলাইন ডেস্কঃ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর । এই নির্বাচনে বরিশাল জেলার ৩টি উপজেলার ১২টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ভোট । চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য এবং সংরক্ষিত আসনের বিপরীতে মোট মোট প্রার্থী ৫৭৫ জন।ইতোমধ্যে আগৈলঝাড়া উপজেলার পাঁচ ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান ।
এছাড়া বরিশাল সদর উপজেলার ৬ ইউনিয়ন এবং বানারীপাড়ার উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদরে মধ্যে রায়পাশা কড়াপুর ইউনিয়নে ৭ জন, শায়েস্তাবাদ ইউনিয়নে ৩ জন, চরমোনাই ইউনিয়নে ৫ জন, চরকাউয়া ইউনিয়নে ৭ জন, চাঁদপুরা ইউনিয়নে ৫ জন, চন্দ্রমোহন ইউনিয়নে ৩ জন এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।১২ ইউনিয়নের ১০৮টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪৪৫ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৩৬ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪১০ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৩১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের বৈধতা পেয়েছেন।জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেছেন, বুধবার ২৭ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ।
তিনি জানান, ভোট নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জেলার কোন ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে না বলে নির্দেশনা রয়েছে। ভোট সুষ্ঠ করতে ইতিমধ্যেই জেলা প্রশাসক,আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সকল ইউনিয়নের প্রার্থীদের সাথে বৈঠক করে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।