ইউপি নির্বাচন নিয়ে দফায় দফায় সংঘর্ষ ছয় জেলায় আহত ৭১

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  03:59 AM, 09 November 2021

অনলাইন ডেস্কঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ জেলায় সহিংসতায় অন্তত ৭১ জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের নির্বাচনি অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নে বৃহস্পতিবার আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।নোয়াখালীর বেগমগঞ্জে ১১ নভেম্বরের নির্বাচন সামনে রেখে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

প্রতিনিধিদের পাঠানো খবর-দৌলতখান (ভোলা) : উপজেলার চরপাতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।এ সময় ৮টি মোটরসাইকেল ও একটি নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই ওয়ার্ডের কেরানীবাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের মধ্যে মেম্বার প্রার্থী সেলিমের সমর্থক আজিজল, আবদুল মালেক, বসু ব্যাপারী, রাব্বি এবং অপর মেম্বার প্রার্থী নুরে আলমের সমর্থক রাবেয়া, জাফর, ইউনুস, শাহরুবা, বিবি আয়শাসহ বেশ কয়েকজনকে ভোলা ও দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বরিশাল : বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামানসহ তার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে।ইউনিয়নের বৌসেরহাট এলাকায় রোববার দুপুরে নির্বাচনি প্রচারণাকালে এ হামলা হয়। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।

ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন।রোববার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে ফেরার পথে মল্লিকবাড়ি স্ট্যান্ডে বিদ্রোহী প্রার্থী মো. নাসির উদ্দিন মাতুব্বরের লোকজন তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে নৌকা মার্কার কর্মীদের অভিযোগ।তাকে খুলনা আড়াইশ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর শহরে বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।শ্রীনগর (মুন্সীগঞ্জ) : রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার ষোলঘর ইউপি চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আজিজুল ইসলামের প্রচারণায় দফায় দফায় হামলা করেছে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন সেন্টুর সমর্থকরা।এ সময় নৌকার অন্তত ১৮ কর্মী-সমর্থক আহত হয়েছেন। ইউনিয়নের ছনবাড়ি, কেয়টখালী ও ঢাকা-মাওয়া মহাসড়কের ভুঁইচিত্র কবরস্থানের সামনে এসব হামলা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত দুজনকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। পাল্টা হামলায় স্বতন্ত্র প্রার্থীরও ৭ কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : উপজেলার কালাদহ ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের ৫ কর্মী-সমর্থক আহত হয়েছেন। রোববার দুপুরে শুশুতি বাজারে এ ঘটনা ঘটে।নৌকার প্রার্থী মো. ইমান আলী মাস্টারের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। তবে আওয়ামী লীগের প্রার্থী তা অস্বীকার করেছেন।কালীগঞ্জ (ঝিনাইদহ) : রোববার বিকালে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের কালুখালী এলাকায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম রিতুর প্রচারে হামলা চালিয়েছে নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানার সমর্থকরা।এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন রাসেল হোসেন, হাসেম আলী, ইয়াকুব আলী, তবিবুর রহমান, আশিকুর রহমান, ইয়াদুল হোসেন।বরগুনা ও তালতলী : বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে বৃহস্পতিবার নৌকার প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির ও স্বতন্ত্র প্রার্থী এমএ বারী বাদলের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

আওয়ামী লীগ প্রার্থী নাসিরের পক্ষে তার বড়ভাই ছগীর হোসেন বাদী হয়ে ৬৪ জনের নাম উল্লেখ করে ৫ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে বরগুনা থানায় শুক্রবার মামলাটি করেন।নোয়াখালী : বেগমগঞ্জে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রোববার বিশেষ অভিযানে ২ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় ৫০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো- টিটু বাহিনীর তারেক হোসেন ও ফয়সাল আমিন।পীরগঞ্জ (রংপুর) : পীরগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম রবির বিরুদ্ধে তার আপন ভাই আমেরিকা প্রবাসী আবু জাহিদ নিউ নির্বাচনি প্রচারে গেলে তাকে ধাওয়া দেওয়া হয়েছে।রোববার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিউ তাদেরই আরেক ভাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ্ আব্দুর রব মো. সালেক ওরফে সাকির পক্ষে প্রচারণায় গিয়েছিলেন।এছাড়া আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়ন, বগুড়ার শেরপুরের সীমাবাড়ী ইউনিয়নে প্রতিপক্ষের নির্বাচনি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন :