পিরোজপুরে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা। সোমবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন,
পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সাংবাদিক গৌতম নারায়ন রায় চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। প্রতিযোগিতায় প্রতি উপজেলা থেকে দুইটি টিম অংশ নেয়।প্রতিযোগিতায় বালিকাদের বিভাগে ভান্ডারিয়া দল চ্যাম্পিয়ন হয়। আর রানার্স আপ হয় পিরোজপুর সদর। বালকদের বিভাগে চ্যাম্পিয়ন হয় ইন্দুরকানী। আর রানার্স আপ ভান্ডারিয়া।