ঘোষণা ছাড়াই বেড়েছে ট্রাকের ভাড়া

অনলাইন ডেস্কঃ ডিজেলের দাম বাড়ার প্রেক্ষাপটে ঘোষণা ছাড়াই ভাড়া বাড়িয়েছেন ট্রাক মালিকরা। এতে আগের চেয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে পণ্য সরবরাহকারীদের। সবজি ও নিত্যপণ্যের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, আগের তুলনায় বস্তাপ্রতি তাদের ভাড়া বাবদ খরচ বেড়েছে তিন থেকে পাঁচ টাকা।তবে নিত্যপণ্যের খুচরা বাজারে এখনও এর প্রভাব না পড়লেও অচিরেই সব পণ্যের দাম বাড়বে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।গত বুধবার থেকে ডিজেল ও কেরোসিনের লিটারে ১৫ টাকা দাম বাড়িয়েছে সরকার।
এর ফলে ডিজেল ও কেরোসিনের নতুন দর হয় প্রতি লিটার ৮০ টাকা; যা এতদিন ছিল ৬৫ টাকা। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধ রাখার ঘোষণা দেন মালিক ও শ্রমিকরা। এরপর গত রোববার প্রায় ২৭ শতাংশ বাস ভাড়া বাড়ানো হয়।কিন্তু ট্রাক ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ধর্মঘটে অটল রয়েছেন এ খাতের মালিকরা। তবে ধর্মঘট থাকলেও বেশি ভাড়া নিয়ে নিত্যপণ্য ও সবজি বহনে কিছু ট্রাক চলাচল করছে বলে জানা গেছে।রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসা করেন আমিনুর রহমান। তিনি বলেন, শ্যামবাজার থেকে দুই-তিন দিন পরপর মাল (পণ্য) আনতে হয়। ট্রাক ভাড়া বস্তাপ্রতি চার-পাঁচ টাকা বেড়েছে।
এখন থেকে পণ্যের দাম বেশি না নিলে লোকসান দিতে হবে বলে দাবি তার।গাজীপুর থেকে কারওয়ান বাজারে প্রতিদিন অন্তত এক ট্রাক সবজি আনেন পলাশ আহমেদ। তিনি বলেন, ট্রাক ভাড়া আগের চেয়ে এক থেকে দেড় হাজার টাকা বেশি লাগছে। গত রোববার রাতে পাঁচ হাজার টাকার ভাড়া ছয় হাজার টাকা দিতে হয়েছে।নিজেদের লোকসান ঠেকাতে ভাড়া বাড়িয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন ট্রাক মালিক। তারা বলেছেন, জ্বালানি তেলের দর বৃদ্ধির কারণে ভাড়া বাড়িয়েছেন বাস ও লঞ্চের মালিকরা। তাই তারাও পণ্যবাহী ট্রাকের ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন।তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে কথা হয় ফারুক আহমেদের সঙ্গে। তিনি জানান, তার তিনটি ট্রাক রয়েছে। সাভার ও গাজীপুর থেকে নিজেই একটিতে করে রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীদের নানা পণ্য নিয়ে আসেন।
বস্তাপ্রতি ভাড়া বাবদ এতদিন ৩০ টাকা করে নিলেও এখন তিন টাকা বাড়িয়ে ৩৩ টাকা নিচ্ছেন।সাইফুল আলম নামের এক ট্রাকচালক বলেন, ট্রাকে করে রাজধানীর শ্যামপুর থেকে কারওয়ান বাজারে আদা-রসুনের বস্তা নিয়ে আসেন তিনি। প্রতি ট্রিপে ৭০ থেকে ৮০ বস্তা আনা হয়। ডিজেলের দাম বাড়ার কারণে বস্তাপ্রতি দুই টাকা বেশি নেওয়া হচ্ছে।মো. আলমগীর নামের এক ট্রাক মালিক জানান, তার ছোট-বড় মিলিয়ে ছয়টি ট্রাক রয়েছে। ধর্মঘট থাকায় গত তিন-চার দিন সেগুলোকে রাস্তায় বের করেননি। ট্রাকগুলোকে আর বসিয়ে রাখতে চান না। কারণ ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে। তাই আগের তুলনায় ভাড়া বেশি নিয়েই গাড়ি চালাতে হবে বলে জানান তিনি।পাইকারিতে পণ্যবাহী ট্রাকের ভাড়া বাড়লেও খুচরা পর্যায়ে এখনও প্রভাব পড়েনি বলে জানান কারওয়ান বাজারের এক খুচরা ব্যবসায়ী। তিনি বলেন, ভাড়া বাড়ার কারণে দু-একদিনের মধ্যেই সব পণ্যের দাম বাড়তে শুরু করবে।