মুরগি হারানোয় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

তানিয়া খাতুন
যশোরের মনিরামপুরে মুরগি হারানোকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে জামাল উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকালে ওই গৃহবধুর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মারা যাওয়া ওই গৃহবধূর নাম তানিয়া খাতুন(২৩)। তিনি উপজেলার কুলটিয়া ইউনিয়নের পদ্মনাথপুর গ্রামের কৃষক শওকত মোড়লের মেয়ে।
অভিযুক্ত জামাল উদ্দিন উপজেলার খানপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বছর আগে তানিয়া খাতুনের সাথে জামাল উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি ছেলে আছে। শুক্রবার বিকেলে জামালের বাড়ি থেকে একটি মুরগি হারিয়ে যায়। বিষয়টি নিয়ে জামাল উদ্দিন তার স্ত্রী তানিয়াকে দোষারোপ করে বকাঝকা করেন।
তানিয়ার মা যমুনা বেগম জানান, মুরগি হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে শনিবার বিকেলে জামাল এবং তানিয়ার মধ্যে আবারও ঝগড়া হয়। যমুনা বেগমের অভিযোগ, ঝগড়ার এক পর্যায়ে জামাল ক্ষিপ্ত হয়ে তানিয়াকে বেধড়ক মারপিট করেন। ফলে তানিয়া জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।
তানিয়ার বাবা শওকত মোড়লের অভিযোগ, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে হত্যার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জামাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা জানায়, অভিমান করে তানিয়া ঘরের আড়ার সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনার তদন্তকারী অফিসার এসআই আশরাফুল আলম জানান, প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় তানিয়অর বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।
মনিরামপুর থানার ওসি নুল ই আলম সিদ্দিকী জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওবার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে