বরিশালে বীমা খাতে উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশর বীমা খাত উন্নয়ন প্রকল্প, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর যৌথ আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি’র অডিটোরিয়ামে বাংলাদেশর বীমা খাতে উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষর সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন বীমা খাত উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব ড. মোঃ মহিউদ্দিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. মোঃ নাহিদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব কামরুল হক মারুফ,
সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফসহ প্রমূখ।শুরুতে বাংলাদেশর বীমা খাতে উন্নয়ন শীর্ষক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অতিথিরা আলোচনা করেন। পরে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিশেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।