বসুন্ধরা এমডিকে হত্যা হত্যাচেষ্টার প্রতিবাদে বরিশালে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃবসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে আজ শনিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সভাপতিত্বে এ কর্মসূচি থেকে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি আনভীরের নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
কালের কণ্ঠের বরিশাল অফিস প্রধান রফিকুল ইসলাম এবং বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক রাহাত খানের সঞ্চলনায় বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।মানববন্ধনে একাত্ত্বতা প্রকাশ করে আরো বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক ফেরদৌস সোহাগ, বেসরকারি টেলিভিশন ডিভিসি নিউজ এর অফিস প্রধান অপূর্ব অপু।