বাবুগঞ্জে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর বরিশালের বাবুগঞ্জে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার ( ৬ নভেম্বর ) ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস’র উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় অফিসার মো: ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো: আকবর কবির, প্রকৌশলী মনোয়ারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন, উপজেলা আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান পিন্টু, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাবুল অকন প্রমূখ।