প্রথম আলোর সেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন বরিশালের এম জসীম উদ্দীন

নিজস্ব প্রতিবেদকঃ প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন এবার দেশের শীর্ষস্থানীয় এই দৈনিক পত্রিকাটির সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন। প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ভবনের মিলনায়তনে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সেরা প্রতিবেদকের এই পুরস্কার এম জসীম উদ্দীনের হাতে তুলে দেন।
সুসাংবাদিকতা, পেশাদারিত্ব এবং সংবাদকুশলতার নানাদিক বিবেচনায় তিনি এ পুরস্কার পান।অনুষ্ঠানে প্রথম আলোর জ্যেষ্ঠ কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো জন্মলগ্ন থেকে সুসাংবাদিকতার অঙ্গীকার করে পথচলা শুরু করেছিল। তখন আমরা বলেছিলাম সাংবাদিকতার চেয়ে একটু বেশি কিছু করতে চায় প্রথম আলো। কিন্ত ২৩ বছরে একটু বেশি কিছুর বললে অনেক কিছু দেওয়ার অঙ্গীকার করছে প্রথম আলো। প্রথম আলো সারা বিশ্বের বাংলা ভাষার বৃহত্তম গণমাধ্যম এখন। প্রতিদিন অনলাইনে ৫০ লাখ পাঠক এখন প্রথম আলো পড়ে।
এটা আমাদের অনেক বড় অর্জন।সেরা প্রতিবেদকের পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় এম জসীম উদ্দীন বলেন, সুসাংবাদিকতাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যেতে চাই। এই স্বীকৃতি সেই লক্ষ্যকে সমুন্নত রেখে আরও এগিয়ে নেবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে ২০০৮ সালে এবং ২০১৩ সালে দুবার সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছিলেন। এম জসীম উদ্দীন ২০০১ সালে প্রথম আলোর বরগুনা প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। ২০১০ সালে তিনি পদোন্নতি পেয়ে নিজস্ব প্রতিবেদক হন। ২০১৬ সালের ১৪ আগস্ট তিনি প্রথম আলোর বরিশাল ব্যুরোর প্রধান হিসেবে নিয়োগ পান।এদিকে এম জসীম উদ্দীনের এ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এসএম জাকির হোসেন সহ মতবাদ পরিবার বর্গ।