মনপুরায় ১২০ কৃষককে এক দিনের প্রশিক্ষণ শেষে সার-বীজ বিতরণ

ভোলা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় উচ্চ ফলনশীল ফসল (চিনা বাদাম, ভুট্টা) চাষাবাদে ১২০ কৃষককে প্রশিক্ষণ দেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করা হয়।শুক্রবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের সামনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরে মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।