বরগুনায় স্বাভাবিক লঞ্চ চলাচল, বাড়বে ভাড়া

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  05:00 AM, 06 November 2021

বরগুনা প্রতিনিধিঃ ডিজেলের দাম বাড়ানোকে কেন্দ্র করে সারাদেশে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বরগুনায়। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা।শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে বরগুনা লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, ঘাটে শাহরুখ-২ নামের একটি বহুতল লঞ্চ নোঙর করা রয়েছে। জেলার বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা আসতে শুরু করেছেন।

নির্ধারিত সময় বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে লঞ্চটি।যাত্রী আবদুর রহমান জাগো নিউজকে বলেন, আমার বাড়ি ঢলুয়ায়। বাড়িতে টিভি না থাকায় বাস চলাচল যে বন্ধ তা জানতে পারিনি। সকালে বাসের টিকিট কাটতে এসে দেখি এই অবস্থা। তিনি বলেন, আমার স্ত্রী অসুস্থ। কাল (শনিবার) সকাল সাড়ে ৯টায় ডাক্তারের সিরিয়াল রাখা আছে। তাই উপায় না পেয়ে লঞ্চেই রওনা করেছি।আরেক যাত্রী লুৎফুন্নেসা বিবি বলেন, আমার ছেলে তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থাকে। শনিবার (৬ নভেম্বর) রাতে আমার পুত্রবধূর ডেলিভারি।

শহরে এসে দেখি বাস বন্ধ। তাই শেষ ভরসা লঞ্চে উঠলাম।এমকে শিপিং লাইনসের বরগুনা এরিয়া ম্যানেজার এনায়েত হোসেন বলেন, তেলের দাম বাড়ায় আমাদের বিপাকে পড়তে হচ্ছে। লিটারপ্রতি ১৫ টাকা দাম বাড়ায় প্রায় দেড় লাখ টাকা বেশি গুনতে হচ্ছে।তাই মালিকরা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। তবে কেবিনের ভাড়া বাড়লেও ডেকের ভাড়া অপরিবর্তিত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :