বিআরইউতে জাসদ নেতা মোহসীনের সাথে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  04:18 AM, 06 November 2021

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীনের সাথে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর সদস্যদের মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ বরিশাল বরিশাল রিপোর্টার্স ইউনিটি ( বিআরইউ) কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে মোহাম্মদ মোহসীন বলেন, এখনই সময় এসেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘুপটি মেরে থাকা সাম্প্রদায়িক শক্তি খুঁজে বের করে দল থেকে বহিষ্কার করে রাজনীতি বন্ধ করে দেয়া উচিত।

এসময় তিনি ডিজিটাল বিরোধীতা করে স্বাধীন সাংবাদিকতার স্বার্থে এই আইনটি বাতিল করার দাবী জানায়।সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ , সাবেক সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার

আপনার মতামত লিখুন :