আসন্ন ভারত সফর দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -কাজী বাবুল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল’র আসন্ন ভারত সফর উপলক্ষে ফোরামের অস্থায়ী কার্যালয় আজকের বার্তায় এক জরুরী সভার আহ্বান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্পাদক ফোরাম’ বরিশাল’র সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।
সভায় সফরের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনায় আগামী জানুয়ারী ২০২২ সনের প্রথম সপ্তাহে সফরের সময় নির্ধারণ করা হয়। এসময় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান ও নিদর্শন সমূহ পরিদর্শনের ইচ্ছে প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও পশ্চিমবঙ্গের সাংবাদিক বৃন্দের সাথে সাংবাদিকতা ও সংবাদপত্র নিয়ে আলোচনা করার কথাও রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল, সহ-সভাপতি শারমিন আক্তার, সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সহ-সভাপতি মো: খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামীম, সহ: সাধারণ সম্পাদক কে.এম. তারেকুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক কাজী মো: জাহাঙ্গীর, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক নাছির আহম্মেদ রনি, দপ্তর সম্পাদক সাইদুর রহমান মাসুদ, দৈনিক দখিণের সময় সম্পাদক আলম রায়হান, নির্বাহী সদস্য কাজী আল মামুন, উপদেষ্টা ডা: এসএম জাকির হোসেন।