বাস-ট্রাক বন্ধ, দুশ্চিন্তায় চাকরি ও ভর্তি পরীক্ষার্থীরা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  01:20 AM, 05 November 2021

অনলাইন ডেস্কঃ জ্বালাানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ট্রাক ও পণ্যবাহী পরিবহনের মালিকরা ধর্মঘটের ডাক দিলেও বৃহস্পতিবার (৪ নভেম্বর) সারাদিন বাস ধর্মঘটের বিষয়টি ধোয়াঁশায় ছিল। তবে রাতে এ বিষয়টি পরিষ্কার করেছে সড়ক পরিবহন মালিক সমিতি। তারা বলছে, শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকেই বাস চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, পরিবহন মালিকরা গাড়ি চালাবেন না। তাদের সিদ্ধান্ত বহাল রয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে কোনো ঘোষণা না দিলেও গাড়ি বন্ধ থাকবে শুক্রবার সকাল ছয়টা থেকে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি-প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান।

উল্লেখ্য, বুধবার বুধবার দিবাগত রাতে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা হারে বৃদ্ধির কথা জানানো হয়। নতুন মূল্য কার্যকর হওয়ার পর বৃহস্পতিবার সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বেশ কয়েকটি সংগঠন। এরপর শুক্রবার সকাল থেকে বাস ও ট্রাক না চালানোর অনানুষ্ঠানিক ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

অতিরিক্ত দামে ডিজেল কিনে পরিবহন চালাতে পারবেন না বলে জানিয়েছেন মালিকরা। সেক্ষেত্রে ভাড়া সমন্বয়ের দাবি ওঠে। ডিজেলের দাম কমানো, নতুবা ভাড়া সমন্বয়ের দাবি ওঠে সংগঠনগুলোর পক্ষ থেকে। দাবি পূরণ না হলে পরিবহন চালানো সম্ভব নয় বলে জানান তারা। তাদের সঙ্গে একমত হন পরিবহন শ্রমিক নেতারা।

এদিকে, বাস না চালানোর ঘোষণা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বিভিন্ন চাকরি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।
শুক্রবার ১৯টি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা হবে। আবার সাত কলেজেও স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসব পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুদের যাতায়াতে প্রধান মাধ্যম বাস। তবে শুক্রবার বাস না চালানোর ঘোষণা আসায় তারা পড়েছেন দুশ্চিন্তায়। কীভাবে যাতায়াত হবে বা যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে পারবে কি-না সেটিই এখন তাদের দুশ্চিন্তার কারণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য মতে, শুক্রবার সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বাণিজ্য’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বাণিজ্য বিভাগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক ড মোহাম্মাদ আব্দুল মঈন জানান, ধর্মঘট থাকলেও এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাদের কাছে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পরীক্ষা বন্ধের কোনো নির্দেশনা আসেনি।
এদিকে শুক্রবার সকাল ও বিকালে ১৯টি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংস্থার নিয়োগ পরীক্ষা রয়েছে। সেগুলো হলো- স্থানীয় সরকার বিভাগ, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৪, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, শ্রম আদালত সিলেট, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, খাদ্য অধিদপ্তর, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সমন্বিত সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি পদের ব্যবহারিক বাদে বাকি প্রতিষ্ঠানগুলোর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া খাদ্য অধিদপ্তরে পরীক্ষা হবে দেশের আটটি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ)।
শ্রম আদালত সিলেটের পরীক্ষা হবে সিলেটে এবং পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার নিয়োগ পরীক্ষা হবে বগুড়ায়। এছাড়া বাকি সব প্রতিষ্ঠানের পরীক্ষা ঢাকায় হবে।

আপনার মতামত লিখুন :