পিরোজপুরে মদসহ চেয়ারম্যানের সহযোগী দুই কলেজছাত্র আটক

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  01:13 AM, 05 November 2021

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে মদসহ তন্ময় সূতার (২১) ও শুভ বেপারী (২২) নামের দুই কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাদের উপজেলার দীঘা ইউনিয়নের ঘোষকাঠী লঞ্চঘাট এলাকা থেকে আটক করা হয়।

আটক তন্ময় সূতার ওই ইউনিয়নের উত্তর ঘোষকাঠী গ্রামের মোহন সূতারের ছেলে। সে উপজেলা সদরের নাজিরপুর ডিগ্রি কলেজের ছাত্র। শুভ বেপারী একই গ্রামের সুব্রত বেপারীর ছেলে ও ঢাকার একটি নার্সিং কলেজের ছাত্র। তারা উভয়েই স্থানীয় ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর সহযোগী।

নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, তাদের দুই লিটার মদসহ পুলিশ আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতরা ওই মদ স্থানীয় ইউপি চেয়ারম্যানের বলে স্বীকার করেছে।

ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দ্বীজদাস হালদার জানান, ওই ইউনিয়ন পরিষদের ভবনের দোতালার একটি কক্ষে চেয়ারম্যান নিয়মিত মদের আসর বসায়। আর সেখানে অনেক ধরনের ফুর্তি করা হয়।

এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

আপনার মতামত লিখুন :