চরফ্যাশনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  01:07 AM, 05 November 2021

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ৩ দিন ব্যপী ফায়ার সার্ভিস সপ্তাহ-২১ শুভ উদ্¦োধন ঘোষণা করা হয়েছে।
বৃহম্পতিবার বেলা ১১টায় ফায়ার সার্ভিস অফিস কার্যালয় চত্বর থেকে এক র‌্যালী বের হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আবু আবদুল্লাহ খান, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন মিয়া, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা ্আসাদুজ্জামান খান, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংবাদিক ইলিয়াস, নুরুল্লাহ ভ‚ইয়া, সোয়েব চৌধুরী ও তসলিম আখন প্রমুখ।

উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা বলেন, আমরা এই ৩ দিনে উপজেলার উল্লেখযোগ্য বাজার গুলোতে সচেতনমূলক কর্মকান্ড করতে থাকাবো। বিশেষ করে পৌরবাজার, দুলারহাট, দক্ষিণ আইচা, শশীভ‚ষণ ও ভুইয়ারহাট বাজারে আমার সচেতনমূলক কার্যক্রম থাকবে। সকলকে সহযোগিতা করার আহবান জানান।

আপনার মতামত লিখুন :