রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহতx
রাশিয়ার সাইবেরিয়ায় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে ৯ জনের। বুধবার (৩ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
রাশিয়ার ফেডারেল এভিয়েশন অ্যাজেন্সি জানায়, অ্যান্টোনভ অ্যান টুয়েলভ বিমানটি বেলারুশের মালিকানাধীন ছিল। ইরখুটস্ক শহর পার হবার পর রাডারের বাইরে চলে যায় এটি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের সাথে। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল এলাকায় পড়ে আগুন ধরে যায় বিমানটিতে। খবর পেয়ে আগুন নেভানোর অভিযানে যায় ফায়ার সার্ভিস কর্মীরা।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সার্বিয়ার স্থানীয় কর্তৃপক্ষ। বেলারুশের দাবি, দক্ষ কর্মীরাই পরিচালনা করছিলেন বিমানটি।