বরিশালে মহানগর বিএনপির সভাপতি সরোয়ারের সামনে হাতাহাতি

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  01:04 AM, 04 November 2021

বরিশালে মহানগর বিএনপির সভাপতি সরোয়ারের সামনে হাতাহাতি
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন’ উপলক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছে দুই গ্রুপ।
বরিশালে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন’ উপলক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছে দুই গ্রুপ। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর কমিটির সভাপতি মজিবর রহমান সরোয়ারের উপস্থিতিতে এই হাতাহাতির ঘটনা ঘটে।

গতকাল সোমবার সন্ধ্যার পর নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় ওই হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, মহানগর বিএনপির সভা হলেও শুধুমাত্র অনুসারী কয়েকজন নেতাকে নিয়ে এই সভা করার অভিযোগ উঠেছে। কমিটির সহসভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কিংবা যুগ্ম সম্পাদক কাউকেই ওই সভায় আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি তাদের অবহিতও করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন’ উপলক্ষ্যে মহানগর বিএনপি গতকাল সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করে। তবে ওই সভায় সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবিরসহ অনেককেই আমন্ত্রণ জানানো হয়নি। এমননি মহানগর সভাপতির স্বেচ্ছাচারী মতের বিরোধীতাকারী কাউকে ওই সভার বিষয়ে অবহিতও করা হয়নি।

তবে সরোয়ারের ঘনিষ্ট অনুসারী সৈয়দ আহসানুল কবীর হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, জলবায়ু বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুজ্জামান শাহীনসহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :