দক্ষিণাঞ্চলে মাসব্যাপী কর সেবা শুরু
নিজস্ব প্রতিবেদকঃ ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ শ্লোগানকে সামনে রেখে বরিশাল কর অঞ্চল অফিসের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী কর সেবা প্রদান কার্যক্রম।বিপুল করদাতার অংশগ্রহণে শুরুতেই আয়োজনটি পরিপূর্ণ হয়ে উঠেছে। নভেম্বরের প্রথমদিন থেকে এ সেবা প্রদান কার্যক্রম শুরু হয়।
পুরো নভেম্বর মাসজুড়ে কর অঞ্চলের ছয় জেলা ও পাঁচ উপজেলায় এ কার্যক্রম চলমান থাকবে। এবার কর মেলায় বরিশালে ৭০০ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর বরিশালে করদাতা ছিলো ৮৭ হাজার। এবার আরো পাঁচ হাজার নতুন করদাতা সৃষ্টির লক্ষ্য স্থির করা হয়েছে। বরিশালের ১৪টি কর উপ-অঞ্চলের অফিস, ব্যাংক এবং সার্ভিস সেন্টারে কর ও রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এরমধ্যে রয়েছে নগরীর লাচিন ভবনের কার্যালয়, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, নেছারবাদ, নলছিটি, কলাপাড়া ও লালমোহন উপ-কর কমিশনারের কার্যালয়।