বরিশাল বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবসে শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  10:55 PM, 03 November 2021

ববি প্রতিনিধিঃ ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে বিকাল ৫টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, খুনিরা জানতো যে, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর আদর্শ ও রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না।

তাই হুমকি মনে করেই এই মহান চার নেতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। তিনি বলেন, নেতাকে হত্যা বাংলাদেশের অন্যতম কলঙ্কিত অধ্যায়। যারা দেশের উন্নয়ন-অগ্রগতি এবং স্বাধীনতা চায়নি তারাই সংঘবদ্ধ হয়ে এই ঘৃণীত ইতিহাস রচনা করেছে। সমৃদ্ধশালী জাতি বিনির্মাণে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারলে কিছুটা হলেও কলঙ্ক মোচন হবে।বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ খোরশেদ আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে ড. মোঃ খোরশেদ আলম বলেন, দেশের এই মহান ও বীর সন্তানদের অবদান তরুণ সমাজের পাথেয় হয়ে থাকবে।

তাদের এই আত্মত্যাগকে বুকে ধারণ করেই দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব জ্যোতির্ময় বিশ্বাস। এছাড়া সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহসভাপতি ড. তারকে মাহমুদ আবীর, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আরিফ হোসেন, বঙ্গমাতা শখে ফজলিাতুন্নছো মুজবি হলরে প্রাধ্যক্ষ জনাব তাসনুভা হাবীব জসিান, ইংরজেী বভিাগরে সহকারী অধ্যাপক জনাব তানভরি কায়ছার, ইতহিাস ও সভ্যতা বভিাগরে চয়োরম্যান জনাব সুরাইয়া আক্তার, আইন বভিাগরে সহকারী অধ্যাপক ক্যামলেয়িা খান, অফিসারস এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ।

আপনার মতামত লিখুন :