বিএমপির দুই থানার ওসি পদে রদবদল

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  02:23 AM, 03 November 2021

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে।সোমবার (০১ নভেম্বর) মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই আদেশে কাউনিয়া থানার ওসি মোহাম্মদ আজিমুল করিমকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড ডাটা শাখার ইনচার্জ এইচ এম আব্দুর রহমান মুকুলকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।বদলির ওই আদেশে অবিলম্বে কার্যকর করার জন্য বলা হয়েছে।

তবে বদলিকৃত ইউনিট কোনো নির্বাচনের আওতাভুক্ত হলে এ বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনী বিধিমালা অনুযায়ী কার্যকর হবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :